মেডিকেল অ্যাসিসটেন্ট ৪০টি শূন্য পদে, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন (নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন) নিয়োগ বিজ্ঞপ্তি

মেডিকেল অ্যাসিসটেন্ট  ৪০টি শূন‌্য পদে, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন

Share this on:

(নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন) নিয়োগ বিজ্ঞপ্তি

“শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮), যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের (নতুন শাখা খোলা) লক্ষ্যে দেশের সকল জেলাসমূহ হতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

হেলথ প্রোগ্রাম (Health Program)

  • পদের নাম: মেডিকেল অ্যাসিসটেন্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MAT’S (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
  • বয়স : সর্বোচ্চ ৩৫ বছর
  • অভিজ্ঞতা: MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • পদ সংখ্যা : ৪০ জন
  • মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা সহ সর্বসাকুল্যে: ২০০০০ টাকা, সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেনটিভ প্রাপ্তির সুযোগ। কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে।

কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা:

  • সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০/- টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী),
  • বৈশাখী ভাতা সহ বছরে ৩টি উৎসব বোনাস সুবিধা,
  • স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, ৫) কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে,
  • সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ২ লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে,
  • নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস স্ব-বেতনে ও ৬ (ছয়) মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতত্বকালীন ছুটি ৭ (সাত) দিন এর সুবিধা,
  • কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ,
  • সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা,
  • নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

জামানত: ৩ নং পদের জন্য জামানত বাবদ ১৫,০০০/- টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে শর্তসাপেক্ষে ফেরত দেয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা করা হবে।

আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী: অগ্রগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃভ্যুন্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইটের Career পৃষ্ঠা https://www.shakti.org.bd/career এর মাধ্যমে আগামী ১৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পাঠাতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে 

নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-০১৮১৭-০৩১৪৪০) এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো।

নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন

বাড়ি নম্বর-০৪, রোড নম্বর-০১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *