জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, কোর প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রকল্পের নাম : স্বাস্থ্য সহায়তা প্রকল্প
চাকরির শিরোনাম : স্বাস্থ্য কর্মকর্তা (নারী) (সমতুল্য সার্ভিস গ্রেড-১৫)
খালি পদ : ৩ জন
বেতন : ৬ মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবীশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩১,৭৬০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা : মেডিক্যাল এসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্স/ MATS/ নার্সিং ডিপ্লোমা/ প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা : স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
দায়িত্বসমূহ :
- সমিতি পরিদর্শন ও উঠান বৈঠকের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং তাদের স্বাস্থ্য জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
- সরকারী বেসরকারী স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা/কর্মীদের সাথে কার্যগত সুসম্পর্ক রাখা।
- কর্তৃপক্ষের/প্রকল্পের চাহিদা মোতাবেক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ।
- কর্মএলাকার উপকারভোগী পরিবারের মহিলা এবং শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
- বিভিন্ন হাসপাতাল/ক্লিনিকের সাথে যোগাযোগ ও কার্যগত সুসম্পর্ক নিশ্চিত করা।
- উপকারভোগীদের চেকআপের মাধ্যমে সংস্থার প্রত্যাশিত রোগী বাছাই করা এবং তাদের অপারেশন করানো।
- রোগীদের অপারেশনের পর সুস্থ্য করে বাড়ী পাঠানো ও পরবর্তীতে ফলোআপ করা।
- রোগী অপারেশনের সময় হাসপাতালে অবস্থান করা এবং প্রতিদিন হাসপাতালে রোগীদের ফলোআপ করা।
- সংস্থার অন্যান্য স্টাফদের সাথে কাজের সমন্বয় এবং সুসম্পর্ক বজায় রাখা।
- সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।
- কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক মিটিং, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহন করা।
বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর
কর্মস্থল : বাংলাদেশের যে কোন অঞ্চলে
আবেদন পাঠানোর ঠিকানা : জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০
ইমেইল : job.jcf@gmail.com
আবেদন পাঠানোর শেষ তারিখ : ২৩ অক্টোবর ২০২৫
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সিভি পিডিএফ ফরমেটে সংযুক্ত করতে হবে।
ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষন এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।

‘’মেডিকেল সহ স্বাস্থ্য কর্মকর্তা পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি – জব হান্টার’’
আপনি কি একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট চাকরিপ্রার্থী? আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা নিয়ে এসেছি “মেডিকেল এক্সাম কিট ফর জব হান্টার”। এই কিটটি আপনাকে মেডিক্যাল এসিস্ট্যান্ট চাকরি পরীক্ষায় প্রথমবারই উত্তীর্ণ হতে সাহায্য করবে।
বৈশিষ্ট্য:
- সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক
- সহজ ভাষায় ব্যাখ্যা
- প্রচুর অনুশীলনী এবং মডেল টেস্টের সুযোগ
- অভিজ্ঞ ডাক্তার দ্বারা তৈরি
যোগাযোগের ঠিকানা: WhatsApp 01909308680

