B.Sc (Hons) in Food Science and Nutrition (BFSN)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত ৪ বছর মেয়াদি বি.এসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে (৬ষ্ঠ ব্যাচে) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত ৪ বছর মেয়াদি বি.এসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে (৬ষ্ঠ ব্যাচে)
আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ২.৫০ সহ উত্তীর্ণ
অথাবা
এসএসসি বিজ্ঞান বিভাগ হতে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং সিজিপিএ-২.৭৫/পাশসহ-
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান (ইনস্টিটিউট অব হেলস্ টেকনোলজি
মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল
এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট
নার্সিং ইনসিস্টটিউট
ফুড টেকনোলজি ইনস্টিটিউট
ইত্যাদি হতে ফার্মেসি, কৃষি, ফুড টেকনোলজি, নার্সিং, ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, অকুপেশনাল থেরাপি, ইনটেনসিভ কেয়ার এ্যাসিসটেন্ট ইত্যাদি বিষয়ে) ডিপ্লোমা সনদধারী হতে হবে।
অথবা
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উপরোক্ত বিষয়ে সমমানের সনদধারী হতে হবে শিক্ষা জীবনের যেকোনো পরীক্ষায় অবশ্যই রসায়ন এবং জীববিজ্ঞান/ শরীরবিদ্যা/ পুষ্টি বিদ্যা বিষয় থাকতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া।
যে কোনো ব্রাউজারের Address bar- https://ovapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs সেকশন এর অধীনে School of Science and Technology (SST)-এ ক্লিক করে B.Sc (Hons) in Food Science and Nutrition (B.Sc in FSN) প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করন। View Details এ B.Sc in FSN প্রোগ্রামে ভর্তির নির্দেশনাবলী গুরুত্ব সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে
অনলাইন-এ আবেদন ফরমটিনা যথাযথভাবে এসএসসি এর সনদ অনুযায়ী নিজ, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ এবং Gmail ঠিকানা পূরণ করে Next বাটনে ক্লিক করুন। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তেনা ফটো (300 300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300 100 JPG Format) আপলোড করে Next বাটন ক্লিক করুন।
Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Record ধাপে সঠিকভাবে পূরণ করে Finish বাটনে ক্লিক করুন। সঠিকলাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ই-মেইলে Temporary User ID Password প্রেরণ করা হবে।
Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সফনাভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS এবং ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।
B.Sc in FSN প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৬০০/- (ছয়শত টাকা)। তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ
১। অনলাইনে আবেদন জমাদান ৪ ২৭-০৭-২০২৫ থেকে ৩০-০৯-২০২৫ পর্যন্ত
২। বাউবি’র ওয়েবসাইটে লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশঃ ০৬-১০-২০২৫ তারিখ সকাল ১১টা
৩। অনলাইন থেকে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ ৪ ১০-১০-২০২৫ থেকে ১৭-১০-২০২৫ পর্যন্ত
৪ । মনোনীত প্রার্থীদের লিখিত পরীক্ষা: ১৮-১০-২০২৫ তারিখ সকাল ১০টা-১১টা
৫। লিখিত পরীক্ষার স্থান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর-১৭০৫।
৬। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশঃ ২৩-১০-২০২৫ তারিখ সকাল ১১টা
৭। সাক্ষাৎকার ৪ ২৭-১০-২০২৫ থেকে ২৯-১০-২০২৫ তারিখ পর্যন্ত
৮। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ০৪-১১-২০২৫ তারিখ সকাল ১১টা
৯। মেধা তালিকা থেকে ভর্তি ৪ ০৬-১১-২০২৫ থেকে ১২-১১-২০২৫ তারিখ পর্যন্ত
১০। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি: ১৩-১১-২০২৫ থেকে ১৭-১১-২০২৫ তারিখ পর্যন্ত
১১। ওরিয়েন্টেশন ৪ ২৪-১১-২০২৫, স্থান: বাউবি ক্যাম্পাস
১২। ক্লান শুরুঃ ২৮-১১-২০২৫
স্টাডি সেন্টার এবং ক্লাস:
স্টাডি সেন্টার
১।বাউবি ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর-১৭০৫।
২। নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ভ্রাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২ গুরাবাদ, মিরপুর রোড, ঢকা
৩। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস, মামুন উওয়ার, ৮২০, বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর বিভাজন:
(ক) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী রসায়ন (৩৫ নম্বর)
জীববিজ্ঞান (৩৫ নম্বর)
ইংরেজি (২০ নম্বর) এবং
সাধারণ জ্ঞান (১০ নম্বর)
বিষয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) (নৈর্ব্যক্তিক) প্রশ্নপত্রে এক ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(খ) নৈর্ব্যক্তিক এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে সংগ্রহ করুন আমাদের ভর্তি গাইড, বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ 01909308680
